সোনাগাজী প্রতিনিধি >> হ্যাপি ক্লাব এবং সোনাগাজী বাইকার্স এর উদ্যেগে “চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন শহর গড়ি” শ্লোগানে পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করেছেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল অানাম।
পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন এর অর্থায়নে শনিবার সকালে উক্ত কর্মসুচী চালু হয়। এ সময় পৌর শহরে ময়লা রাখার ৪০টি বক্স দেয়া হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন , সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন, চেয়ারম্যান দেলোয়ারহোসেন, নুরুল ইসলাম ভুট্টো, মোশারফ হোসেন মিলন প্রমুখ।