ফেনী প্রতিনিধি : ফেনীর লালপুল বস্তিতে রোববার দুপুরে অভিযান চালিয়েছে ফেনী জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সোহেল রানার ভ্রাম্যমান অাদালত।অভিযানে ৫০পিস ইয়াবাসহ অাটক মাদক বিক্রেতা অাবুল হাশেম সোহেল(২৫) কে ২বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সে দাগনভুঞা উপজেলার সিলোনিয়া গ্রামের বাহার মিয়ার ছেলে।
ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফেনীতে মাদক নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।