ফুলগাজীতে ৫ গেইটের ব্যনার ছিঁড়ে ফেলেছে  : ১ জনকে পুলিশে সোপর্দ

 

 

সাহাব উদ্দিন>> ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজার ও নতুন বাজারে ৫ টি গেইটের ব্যনার ছিঁড়ে ফেলেছে ।   এঘটনায় স্থানীয় লোকজন সহীদ উল্লাহ (৩৮) নামে একজনকে ফুলগাজী থানায় সোপর্দ করেছে।

 

শুক্রবার ৭ জুলাই পরশুরামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের উদ্বোধন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা অতিথি আগমন উপলক্ষে গেইট দেন।  শুক্রবার ভোরে  ফেনী পরশুরাম সড়কের পুরাতন মুন্সীরহাট  বাজার হইতে নতুন মুন্সীরহাট বাজার পর্যন্ত ৫ টি গেইটের ব্যনার ছিঁড়ে ফেলেছে। পরে স্হানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

 

আটককৃত ব্যক্তি শহীদ উল্লাহ থানা হাজতে জানান, মুন্সীরহাটের বিএনপির আদর আমাকে একটি আরসির বোতলে কি জানি খাওয়াইলে আমি চোখে ঝাপসা দেখি। তারপর আমাকে বলে একটি গেইটের ব্যনার ছেঁড়ার জন্য।

শহীদ উল্লাহর দাবি আমি কেবল একটি গেইট ছিঁড়লেও  বাকি ৪ টি গেইট ছেড়ার বিষয়ে আমি কিছুই জানিনা।

 

ফুলগাজী  থানার পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জেডাউর রহমান গেইটের ব্যনার ছেড়াঁর   ঘটনায় জনতা উপজেলার মুন্সীরহাটে উত্তর শ্রীপুর গ্রামের মৃত সফিউল্লাহর ছেলে শহীদ উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *