এবার মন্ত্রী হওয়ার মত যোগ্য এমপি নির্বাচিত করেছে ফেনীবাসী | বাংলারদর্পন

সৈয়দ মনির আহমদ >>

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মন্ত্রী পায় না ফেনীবাসী এমন অভিযোগের প্রেক্ষিতে ২০০৮এর ডিসেম্বরে ফেনী সরকারি কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, ফেনীবাসী যদি  যোগ্য সংসদ সদস্য নির্বাচিত করে তাহলে অবশ্যই মন্ত্রী পাবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেছেন। 
২৬৭ নং(ফেনী -৩) আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর থেকে সুশৃঙ্খল বাহিনীতে দীর্ঘ ৩৬ বছর সুনামের সহিত দায়ীত্ব পালন করেছেন তিনি। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায়  দেশ, দেশের জনগন ও দেশের  স্বাধীনতার স্বার্থে অনেক প্রতিকূল পরিবেশেও সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। যার কারনে ব্যাপক আলোচিত ও সফল সেনা কর্মকর্তা হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করেছেন তিনি।
অবসর গ্রহনের পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা তাঁকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ২মেয়াদে দায়ীত্ব পালনকালে অস্ট্রেলীয়ার সাথে বাংলাদেশের সার্বিক সম্পর্কের বহু উন্নতি হয়েছিল।
সার্বিক বিবেচনায় রেখে দেশরত্ন শেখ হাসিনা মাসুদ চৌধুরীকে একাদশ সংসদ নির্বাচনে  ফেনী-৩ আসনে নির্বাচন করার অনুরোধ জানান। তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনি এলাকায় আসলে দ্বিধাবিভক্ত
আওয়ামী লীগ নেতাকর্মীরা  একাট্টা হয়ে মাঠে নামেন।  ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রায় ২লক্ষ ৭৩ ভোটের ব্যাবধানে জয়লাভ করেন তিনি। নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও জাতিয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ইতিমধ্যে এ নির্বাচনি এলাকার সোনাগাজীতে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, ২০০ মেঘাওয়াট উৎপাদনের ক্ষমতা সম্পন্ন বায়ু ও সৌর বিদ্যুত প্রকল্প এবং সমুদ্র উপকুলে গৃহিত প্রকল্প সমুহ বাস্তবায়নে একজন দক্ষ ও স্থানীয় মন্ত্রী প্রয়োজন। প্রশাসন এবং পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ  নবনির্বাচিত সংসদ সদস্য জেনারেল মাসুদ চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চায় ফেনীর সর্বস্তরের জনগন।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *