ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভুঁইয়া উপজেলার সিলোনিয়া নামক স্থানে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জানা যায়, নিহতরা কাভার ভ্যানে আনুমানিক ২৫০ কেজি গাঁজা নিয়ে ফেনী সদরের ধর্মপুর এলাকা হতে নোয়াখালীতে যাচ্ছিল।
ফেনী র্যাব ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়ী তল্লাশী কালে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক বিক্রেতারা। অাত্নরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে ২ মাদক বিক্রেতা নিহত হয়।
নিহতরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার তারু হাওলাদারের ছেলে আসাদ হাওলাদার (৪৫) ও মানিক আকন্দের ছেলে মামুন আকন্দ (২৪)। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৫টি তাজা কার্তুজ, ও ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।