২য় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রণমূলক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধনী

 

চট্টগ্রাম ব্যুরো :

বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশনের উদ্যোগে, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডরেশনের সহযোগিতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে দুইদিন ব্যাপী ২য় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রণমূলক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০১৭ অদ্য ১ ডিসেম্বর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নূর উদ্দিন চৌধুরী নয়ন, সভাপতি, বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশন,  মিসেস হেলেনা জাহাঙ্গীর, চেয়ারপার্সন, জয়যাত্রা ফাউন্ডেশন, মোজাম্মেল হক, অর্গানাইজিং সেক্রেটারী, সাংগঠনিক কমিটি, ২য় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রনমূলক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা- ২০১৭ ও সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, মো: ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশন, শাহ আলম, সহ-সভাপতি, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন, তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ মাস্টার্স এ্যাথলেটিক এসোসিয়েশন, আবদুর রকিব মন্টু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন, এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি ও সহ-সভাপতি, সিজেকেএস।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য জহির আহমেদ চৌধুরী, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, মো: মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস এ্যাথলেটিক কমিটির ভাইস চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম, ইসমাইল কুতুবী, ডেরিক র‌্যান্ডলফ, রুহুল আমিন, আলহাজ্ব মো: মোশারফ হোসেন, হারুন-আল-রশীদ, এ্যাথলেটিক কমিটির সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু, মিলজার হোসেন, সদস্য এম.এ.সালাম, ইবাদুল হক লুলু, জ্যোৎ¯œা আফরোজ, শর্মিষ্ঠা রায়, মজিবুর রহমান, আনিসুল আলম, স্মরনিকা চাকমা, ফুলিনা চৌধুরী, মোঃ সরওয়ারুল আলম সোহেল, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ডা. তিমির বরণ চৌধুরী, শাহদাত হোসেন, চন্দন ধর, আকতারুজ্জামান,  মো: শাহীন সরওয়ার,  প্রবীন কুমার ঘোষ, এনামুল হক, হারুন অর রশীদ, এস.এম. সাইফুদ্দিন, নাসির মিঞা প্রমূখ।

 

অভিবাদন পর্বের পর অতিথিবৃন্দ জাতীয় পতাকা, ভারতীয় পতাকা, মাষ্টার্স এ্যাথলেটিক পতাকা ও সিজেকেএস পতাকা উত্তোলন করেন। এ সময় ২য় মার্ষ্টাস ও আমন্ত্রনমূলক এ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৭ এর মাস্কাট এবং সিজেকেএস প্রতীক হাতি মাঠে প্রবেশ করে অতিথিদের সম্মান প্রদর্শন করে। এরপর কৃতি এ্যাথলেট এবাদুল হক লুলু’র নেতৃত্বে ব্যান্ডের তালে তালে দলীয় এ্যাথলেটদের মার্চ পাষ্ট শুরু হয় এবং অংশগ্রহণকারী দলগুলো সারিবদ্ধভাবে অতিথিদের মঞ্চের সামনে অবস্থান গ্রহণ করে। এরপর অতিথিবৃন্দের বক্তব্যের পর মাননীয় প্রধান অতিথি বক্তব্যের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং সেই সঙ্গে ফেস্টুন সহ বেলুন ও শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মশাল নিয়ে মাঠে প্রবেশ করেন এক সময়ের কৃতি দৌঁড়বিদ কাজী আবদুল আউয়াল ও লুবনা মাহমুদ। খেলোয়াড়দের পক্ষে শপথ গ্রহণ করেন এককালের কৃতি ম্যারাথন দৌড়বিদ অনারারী ক্যাপ্টেন মোস্তাক আহমেদ (অব:) এবং জিসকাস থ্রো ইভেন্টে ১৭ বছরের চ্যাম্পিয়ন মিসেস জোৎ¯œা আফরোজ। বিচারকদের পক্ষে শপথ গ্রহণ করেন কৃতি এ্যাথলেট আবু হেনা মোস্তফা কামাল টুলু। সবশেষে শিশু-শিল্পীদের মনোজ্ঞ ডিসপ্লের পর মূল প্রতিযোগিতা শুরু হয়।

 

দুইদিন ব্যাপি এ প্রতিযোগিতার ১ম দিন বয়স ভিত্তিক ৫২ ইভেন্ট নিষ্পত্তি হয়। এ প্রতিযোগিতায় ভারত সহ সকল জেলা, সকল বাহিনী, বিশ্ববিদ্যালয়, বিজেএমসি, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ কাস্টমস্, সকল শারীরিক শিক্ষা কলেজ, কাস্টমস্ ও জেলা ক্রীড়া সংস্থার পুরুষ ও নারী মিলে সর্বমোট ২৫৩ জন এ্যাথলেট অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *