কামরুল হাসান –
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের পৃথক পৃথক অভিযানে শীর্ষ ১ মাদক ব্যবসায়ীসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চরপার্বতী, মুছাপুর ও চরকাঁকড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
অভিযানে পুলিশ ডাকতি ও মাদক ব্যবসার চিহ্নিত আসামী চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত দীন মোহাম্মদের ছেলে ফরাজী আজাদ(২৮), ডাকাত দলের সদস্য চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনামুল হক পারভেজ(২৪) এবং মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল বাশার(৫৫) ও ৫নং ওয়ার্ডের ইব্রাহীম দুলাল(২৪) কে আটক করে।
এসময় পুলিশ মাদক ব্যবসায়ী ফরাজী আজাদের কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী নিশ্চিত করে জানান, আটকৃত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অন্য তিনজন ডাকাত দলের সদস্য। ফরাজী আজাদের বিরুদ্ধে মাদক আইনে এবং বাকীদের নামে ডাকাতি আইনে মামলা দেয়া হচ্ছে।