মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ চরজুবিলী ওলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭। বুধবার বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়, ম্যানেজিং কমেটির সভাপতি নুর নবী চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি ভূমি অফিসার রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ছিদ্দিকি, ৫নং চরজুবিলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, ইউ.আর.সি সুবর্ণচর অফিসার আজহারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুর রব, বিদ্যালয় পরিচালনায় ও দাতা সদস্য সাহাব উদ্দিন স্বপন প্রমূখ। ২ দিন ব্যাপি ফুটবল, ১ মিটার দৌঁড়, হাড়ি ভাঙ্গা, দৌঁড়ি টানাটানি, সহ নানা রকম গ্রাম্য খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির, আল শাহরিয়ার সোহেল, রাশেদ, সোহাগ, সাজাব উদ্দিন স্বপন, আলমগীর, হারুন প্রমূখ।