চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি –
অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় চন্দ্রগঞ্জ বাজার কার্যক্রমের উদ্বোধন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম বলেন, লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ একটি শহর চন্দ্রগঞ্জ বাজার।
ক্রমান্বয়ে চন্দ্রগঞ্জ থানা এলাকার সকল গুরুত্বপূর্ণ এলাকা সমূহ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে জেলা পুলিশ।
আজ চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক,
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ১০নং চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী করিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ১৬টি ক্যামেরা ও একটি মনিটরিং মনিটর স্থাপনের মাধ্যমে সিসি কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত দুজন ব্যক্তি যথাক্রমে সিসি ক্যামেরাগুলো মনিটরিং করবে।