মিরসরাইয়ে তরুণীর মেরুদন্ড কেটে দেয়া সেই বখাটে গ্রেফতার

অাজিজ অাজহার :
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে বিয়ের প্রস্তাব রাজি না হওয়ায় ফারজানা আক্তার মুনি নামের এক তরুণীকে মেরুদন্ড কেটে দেয়া বখাটে যুবক মােজাম্মেল (২৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ঘটনার প্রায় ৫ মাস পালিয়ে থাকলেও আইনের হাত থেকে শেষ রক্ষা হয়নি। অবশেষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অব¯িত জাহাজ ‘এমবি উনিশা’ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুনিক কুপিয়ে আহত করার ঘটনায় তার পিতা জাফর আহাম্মদ বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা (নং ২) দায়ের করেন। মােজাম্মেল উপজেলার গড়িয়াইশ গ্রামের শাহ আলমের পুত্র।

মিরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মােজাম্মেল এলাকা ছেড়ে জাহাজ চাকুরী নেয়। অনেক কষ্ট গােপন সংবাদের ভিত্তিতে পিবিআই‘র ( পুলিশ ব্যুরা ইনভস্টিগশন) সহযােগীতায় বৃহস্পতিবার রাতে কর্ণফুলী নদীতে অব¯িত জাহাজ এমবি উনিশা থেকে আটক করা হয়। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *