মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর কাজী মােখলেছ গ্রামের, বড় বিল (চর) নামক ¯স্থানে শনিবার অজ্ঞাত ৩৫ বৎসর বয়সের এক পুরুষ ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির হাত পায়ের রগ কাটা ও চোখ তুলে ফেলা হয়েছে, শরিরের বিভিন্ন ¯স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরিরে কােন জামা কাপড় ছিলাে না। সকালে কৃষকরা জমিতে কাজ করতে গেলে লাশ দেখে ভয়ে শোরচিৎকার করলে গ্রামবাসী একত্রিত হয়, পরে ¯স্থানীয় মেম্বার আলী আজ্জম চর জব্বার থানায় খবর দিলে চর জব্বার থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিটিকে নির্মম ভাবে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। তবে চোখ তুলে পেলায় এবং মুখে গভীর আগাত থাকায় লাশ চিনতে পারছে না কেউ। চর জব্বার থানার এসআই আনােয়ার হােসেন জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েক জনের বিরদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নােয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হয়।
উদ্ধারের ভিডিও – https://m.youtube.com/watch?v=FLKOKWxHTu4