মোঃ স্বপন মজুমদার, বাহারাইন :
বাহারাইন এমব্যাসির নজির বিহিন সফল্য। যেতে দিতে নাহি চাই তবুও যেতে দিতে হয়। প্রবাস জীবন শুধু বেদনাময় ভরা।এমনি তিন জন সোনার হরিন ধরতে এসে লাশ হয়ে দেশে ফিরলো।কথা ছিলো বিদেশ গিয়ে মা বাবা স্রী সন্তান ভাই বোনের মুখে হাসী ফুটাবো।বিধির বিধান সে আসা পূরণ হলো না।
সম্পত্তি বাহারাইন একই সময় বিভিন্ন কারনে মৃত্যু বরন করেছেন।
(ইন্নালিল্লাহি ওইন্নাইলাহি রাজেউন) তিন বাংলাদেশী-
নেত্রকোনা জেলার মোঃ হুমায়ুন বাবর। কুমিল্লা জেলার ইমরান হোসেন। সিলেট জেলার আলতাব মিয়া।
সবাই শারিরিক অসুস্থতারর কারনে। সকলের জানা আছে র্বহির বিশ্বে কোন কারনে মৃত্যু হলে বিভিন্ন জটিলতা দেখা দেয়। কিন্তু বাহারাইন এমব্যাসি নজির বিহীন কাজ করে আবার ও প্রমান করলো। এরই নাম দেশ প্রেম।
৩১/০৩/২০১৭ বাহারাইন স্থানীয় কানু মসজিদ মানামা জুম্মা নামাজের পর তিন বাংলাদেশী ভাইয়ের জানাজার নামাজ শেষে দেশের উদ্দেশ্য রওনা হলো।
বাহারাইন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমান এর নেত্রীত্বে। লেবার সচিব জনাব তৌহিদুল ইসলাম এর পরিচালনায়। দূতাবাসের জনকল্যাণ প্রতিনিধি জনাব তাজ উদ্দীন সিকান্দার এর তত্ত্বাবধানে মরহুম দের লাশ তাদের পরিবারের হতে দূরত্ব পৌছাই দিতে দিন রাত নজির বিহীন কাজ করেছে।
সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাত কালে তাজ উদ্দীন সিকান্দার বলেন,
মানুষ তো মানুষের জন্য
জীবন তো জীবনের জন্য….
বাহারাইন সকল বাংলাদেশীর পাসে দাড়াইয়ে তাদের সুখ দুঃখ্য দেখবো।তাছাড়া আমাদের সোনার বাংলার মানুষ গুলা আমার কাছে সোনার চেয়ে দামি।
বাহারাইন এমব্যাসির এই উদারতা দেখে স্থানীয় বাংলাদেশী শ্রমিকরা আবেগে চোখের জলে তিন বাংলাদেশী ভাই কে বিদায় জানালেন।