মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
শনিবার সকালে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ড .চর কাজী মোখলেছ গ্রামের .বড় বিল/ডোগিতে (চর) এক অপরিচিত ব্যাক্তির লাশ পাওয়া গেছে।
তার গলা কাটা ও চোখ তুলে ফেলা হয়েছে । লাশ উদ্বার করতে সকাল ৯টায় চরজব্বর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়েছে, ধারনা করা হচ্ছে গভীর রাতে নির্মম ভাবে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়।
বিস্তারিত আসছে……banglardarpan.com