গনতন্ত্রের জন্য আবার মুক্তিযুদ্ধের প্রয়োজন – শেখ গোলাপ মিয়া

 

বাংলারদর্পন :

১৬ ই ডিসেম্বর উপলক্ষে জাগপা গ্রীস শাখা আলোচনা সভায় জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়ার সভাপতিত্বে গ্রীসের রাজধানী এতেন্সের উমানিয়া কালিয়া গলি মক্কা রেস্টুরেন্টডে  সহ সভাপতি মুহাম্মাদ জাহির উদ্দিনের ও পরিচালনায় বক্তব্য রাখেন, মোঃ শানুর মিয়া মোঃ আব্দুল্লাহ মিয়া, মিলটন মিয়া, কামরুল হাসান চৌ মোঃ শামিম আহমেদ, সভাপতির বক্তবে শেখ গোলাপ মিয়া বলেন,১৯৭১ সালের জাতি মুক্তি যুদ্ধ করেছিলেন শুধু গনতন্ত্রর জন্য সে দিন শেখ হাসিনা পাকিস্তানের পৌজি  দেওয়া ১২০০ রুপি ভাতা খেয়ে তিনি প্রমান করে ছিলেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন,এবং রাজাকারের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে তিনি মুক্তিযুদ্ধাদের কত টুকু ভালোবাসেন দেশবাশী তা ভালো করে জানেন।

শেখ গোলাপ আরো বলেন শেখ হাসিনা আজ আপনার মুখে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের কথা মানায় না, শেখ গোলাপ মিয়া জাগপার সৈনিকদের উদ্ধেশে বলেন,প্রস্তুত থাকুন গনতন্ত্রের জন্য আবারো মুক্তিযুদ্ধের প্রয়োজন, আলোচনার সভার শেষে জাগপার নেতৃবিন্ধ  বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাবেক সিনিয়র সহ সভাপতি মুহাম্মাদ ফারুক মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *