জার্মানিতে নারায়নগঞ্জ এসোসিয়েশনে ঈদ পূণর্মিলনী

ফাতেমা রহমান রুমা, জার্মানি :
গত শনিবার ফ্রাংকফুর্ট শহরের নীড সালবাউয়ে নারায়নগঞ্জ এসোসিয়েশন জার্মানীর ঈদ পূর্নমিলনী ৷
অনুষ্ঠানের শুরুতে কোরয়ান তেলোয়াত করেন যতাক্রমে ইরাম, ফারিয়া, নাবিয়া ৷
সংগঠনটির সভাপতি নূরুউদ্দিন মিনজু শুভেচ্ছা বক্তব্য দিয়ে সবাইকে স্বাগত জানান, এবং নতুন কার্ষকরি পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নতুন কমিটির সহসভাপতি আমান মিয়া, সাধারন সম্পাদক মোতালেব মিয়া, অর্থসম্পাদক সোহরাব হোসেন সহ সংগঠনের অনেকে শুভেচ্ছা এবং সাংগঠনিক বক্তব্য রাখেন স্মীতা মোতালেবের উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে উঠে মনোমুগ্ধকর, বিভিন্ন ধাপে অনুষ্ঠান সাজিয়ে উপস্থিত অতিথিদের এক টুকরো বাংলাদেশের আমেজে প্রানবন্ত করে রাখে ৷
সাংস্কৃতিক আড্ডায় গানে অতিথীদের মনে অনেক দিন পর একটু আনন্দ দিতে, রুকন, ফয়সল, নাতাশা, খুশী, মাহবুবুল ইসলাম, এবং মতিয়া সরকারের কোন কমতি ছিল না ৷ সাথে ছিল ছোট্ট মনিদের মনোমুগ্ধকর নাচ ৷
অতিথিদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলা যেমন কাপেল খেলা, বালিশ খেলা, এবং চেয়ার সিটিং খেলা, সাথে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ধাঁধাঁর আসর ৷ সেই সাথে দুপুরের খাবার পরে বিকালের নাস্তার বাহারী আয়োজন ছিল আয়োজকদের প্রতিবারের মত উল্লেখযোগ্য দিক ৷
পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয় ৷
Related News

বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন মিয়াকে সংবর্ধনা
সাইফুল আমিন, মাদ্রিদ – স্পেন : স্পেনে বসবাসরত নরসিংদী জেলার কৃতিসন্তান,স্পেন প্রবাসী কল্যাণ সমিতির সভাপতিRead More

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির বিজয় দিবস উৎযাপন
বাংলারদর্পণ ডেক্স : গত ২৫শে ডিসেম্বর সন্ধায় পূর্ব লন্ডনের একটি হলে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটিRead More