শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ সত্য নয়

মোশারফ হোসেন , রামগড় খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ের থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে একই স্কুলের ছাত্রী নিপীড়নের মিথ্যে অভিযোগের প্রতিবাদে রামগড় লেক পাড়স্থ লেকভিউ রেস্তোরায় সংবাদ সম্মেলন করেন সহকারী শিক্ষক বেলায়েত হোসেনের পরিবার।

২২শে মে (রবিবার) সকাল ১১টা টায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্ত বেলায়েত হোসেনের স্ত্রী আয়শা বেগম বলেন থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেলায়েত হোসেন আমার স্বামী ,কিছুদিন পূর্বে ঐ বিদ‍্যালয়ের ত্রিপুরা সাম্পদায়ের এক ছাত্রীকে যৌননিপীড়নের মিথ্যা অভিযোগ এনে আমার স্বামী বেলায়েত হোসেনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

রামগড় থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমার স্বামীর চাকরির ওপর আঘাত আনা সহ সাম্প্রদায়িক অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটি স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর সাজানো সাম্প্রদায়িক নাটক ছিলো। আয়েশা বেগম বলেন আমার স্বামীর সাথে প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর সাথে স্কুলে থেকে বদলিজনিত সমস্যা ও স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে বাঁধা দেওয়ার কারণে মতের অমিল চলছে দীর্ঘদিন। আর রুপম ত্রিপুরা নামে একটি ছেলেকে বিদ‍্যালয়ের দপ্তরি নিয়োগের বিষয়ে চুক্তি হয় প্রধান শিক্ষককের সাথে ;সে লেনদেনের বিষয়ে বেলায়েত হোসেন জানার পর ইন্দ্রানী দেবী রুপম ত্রিপুরা থেকে আর্থিক সুবিধা নিতে পারেনি, তাই রাগে ক্ষুব্ধ হয়ে আমার স্বামী বেলায়েত হোসেনকে নিজ বিদ‍্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি, কোথাও নির্যাতন, কোথাও ধর্ষণ করা হয়েছে বলে, মিডিয়াকে ভুল তথ্য দিয়ে নিউজ করানোটা ছিল পরিকল্পিত সাজানো নাটক এবং সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা। আমি আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে মিথ্যা মামলা প্রত‍্যাহারের আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলো বেলায়েত হোসেন এর পিতা নুরুল হুদা ভাই মামুন সহ দুই কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *