রামগড়ে পৌর নির্বাচন ইভিএম এ অনুষ্ঠিত, দ্রুত ফল ঘোষণা

মোশারফ হোসেন , রামগড়, খাগড়াছড়ি:

রামগড় পৌরসভা নির্বাচন আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রতীকর ঘটনা ছাড়া ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন সম্পুর্ন হয়েছে।

 

নিবার্চনে ৯টি ওর্য়াডে ৯টি ভোট কেন্দ্রে ২৭ জন সাধারন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১ নং ওয়ার্ডে আব্দুল হক ২ নং এ শ্যমল ত্রিপুরা ৩নং এ জিয়াউল হক ৪ নং এ আহসান উল্ল্যাহ ৫ নং এ জামাল উদ্দিন সিকদার ৬ নং এ নুর মোহাম্মদ (বিনাপ্রদ্বন্দ্বিতায়) ৭ নং এ আবুল বশর ৮ নং এ জসিম চৌধুরীর ৯ নং এ আবুল কাশেম সংরক্ষিত মহিলা ১,২,৩ নং এ আয়শা আক্তার ৪,৫,৬ কনিকা বড়ুয়া এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে আনোয়ারা বেগম বেসরকারি ভাবে কাউন্সিল নির্বাচিত হয়।

 

ইভিএম এর মাধ্যমে রামগড় পৌরসভার প্রথম ভোট গ্রহন হয় অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিল।

এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বায়িত্ব পালন করেন।

 

নির্বাচন চলাকালে জেলা নির্বাচন অফিসার মো.সাইদুর রহমান ও রামগড় উপজেলা রির্টানিং কর্মকর্তা দেবাশীষ দাস সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গত (১৮ই অক্টোবর) মেয়র পদে মো.রফিকুল আলম কামাল নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রামগড় পৌরসভার মেয়র নিবার্চিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *