লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ,র অসৌজন্য আচরণে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার (১৪ এপ্রিল) বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে কৃষকলীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় ফরিদুন্নাহার লাইলী বলেন, “এমপি আবদুল্লাহ কখনো আওয়ামীলীগ করেনি, সে ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিল, জাসদ করেছে এবং বিএনপির লোক ছিল।সময়ের কারণে সে আওয়ামীগের টিকেটে এমপি হয়ে আজ নিজের সুবিধা নিচ্ছে। তাই আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সে সম্মান করতে জানেনা। তিনি এ এমপির মুক্তিযুদ্ধের অংশ গ্রহনের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। প্রায় ৫ মিনিটের এ বক্তব্যের পুরো অংশ জুড়েই ছিল তীব্র ভাষার সমালোচনা। শুধু লাইলী একাই নন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারী সকল অতিথিবৃন্দ। এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ড. বদরুল হাসান কচি উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলা উদ্দিন, জেলা আওয়ামলীগের সহসভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, কমলনগর উপজেলা আওয়ামীলীগের