নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ বলেছেন, সরকারের পরিকল্পনার কারণে আউট সোর্সিয়ের মাধ্যমে ছেলে-মেয়েরা মফস্বল শহরে বসে হাজার হাজার ডলার আয় করছে। সরকার বিদ্যুতের নিশ্চয়তা আর উচ্চগতির ইন্টারনেট দিচ্ছে তাই এটা সম্ভব হচ্ছে।
আজ রোববার সোনারগাঁও হোটেলে বিপিও সামিটের উদ্বোধনীতে সজীব আহমেদ ওয়াজেদ এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, এশিয়া ও আফিকার অনেক দেশ বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তির সহায়তা চায়।
সজীব আহমেদ ওয়াজেদ আরও বলেন, তরুণদের দাবি মেনে নিয়ে আওয়ামী লীগ সরকারই কোটা ব্যবস্থা পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
এর আগে একই সামিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেছেন, চলতি বছরই দেশের সব ইউনিয়নে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।