নিউজ ডেস্কঃ
কাজের গতি বাড়াতে এবং সৃজনশীলতা বিকাশে আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেবেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন।
প্রধানমন্ত্রী প্রেস উইং বুধবার (১৬ জানুয়ারি) রাতে জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন।