সোনাগাজী প্রতিনিধি :প্রকাশ- ৩ নভেম্বর ১৬। বৃহস্পতিবার ১৭:৪০।
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইস্রাফিল (২৬), জিয়া উদ্দিন(২৮), সুজন(২২). জসিম(২০), শওকত(৩৪) ও হুমায়ুন (২৫) নামের ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি রড় কাটার মেশিন, ১টি সাইফুল, ২ টি রামদা ও ১টি চুরি উদ্ধার করা হয়।