সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাবছার হত্যা মামলার চার্জশিট ২ডিসেম্বর রবিবার আদালতে দাখিল করা হয়েছে। পুলিশের কোর্ট পরিদর্শক মোহাম্মদ জিলানি চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর বিকাল ৩টায় সোনাগাজী থানার ভেতরে রাজাকার শাহজাহান আকবরের বিচার করার সিদ্ধান্ত নেন এফএফ কমান্ডার নুরুল আবছার। রাজাকার শাহজাহানকে বাঁচাতে তাঁর ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন ও মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আবছারকে হত্যার নির্দেশ দেন । ওইসময় দক্ষিন চর ছান্দিয়ার মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদ ও তুলাতুলির মাহবুবুুুল হক জোরপুর্বক নুরুল আবছারের অস্ত্র ছিনিয়ে নেয়। এর পর পর্যায়ক্রমে সোনপুরের শফি উল্লাহ ও সুজাপুরের আবুল কাশেম কাজি ৮রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই কমান্ডার নুরুল আবছার নিহত হন।
মামলা তদন্ত করেন সোনাগাজী মডেল থানার ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন।
এরআগে, আমলী অাদালতে বিভিন্ন সময়ে ১৬৪ ধারায় সাক্ষী দিয়েছেন যুদ্ধকালীন কমান্ডার আজিজুল হক চাষী, মফিজুল হক পাটোয়ারি, কেএম খুরশিদ অালম, ডেপুটি কমান্ডার দুলাল অাহমেদ, আবু তাহের তানু, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মো: ছাদেক, আবদুল হালিম ও মোঃ হোসেন আহম্মদ।

উল্লেখ্য, রাজাকার শাহজাহান আকবারকে রক্ষা করতে ১৯৭১সালের ১১ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে গুলি করে হত্যা করা হয় এফএফ ফোর্সের কমান্ডার নুরুল অাবছার কে।গত ১৩এপ্রিল ২০১৭ তারিখে ৪আসামির নাম উল্লেখ করে, ফেনী অাদালতে হত্যা মামলা দায়ের করেন শহীদ কমান্ডার নুরুল অাবছার এর ছোট ভাই গোলাম কিবরিয়া।
উক্ত মামলায় মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, মোশারফ হোসেন ও আবুল কাশেম কাজি জামিনে অাছেন এবং অপর অাসামি রাজাকার শাহজাহান আকবর পলাতক রয়েছেন।
#সৈয়দ মনির আহমদ. বাংলারদর্পন ।