নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর সোনাপুর -সোনাগাজী – চট্টগ্রামের জোরারগঞ্জ আঞ্চলিক মহা সড়কের কয়েকটি অংশ ধসে যাচ্ছে খালে ।
প্রায় শতকোটি টাকা ব্যায়ে ২০১৮ সালের শেষ দিকে উক্ত মহা সড়কের নির্মান কাজ শেষ হয়। নির্মান কাজ নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ছিল স্থানীয়দের। অভিযোগ আমলে নেয়নি সওজ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান সালেহ বাবুল এন্টারপ্রাইজ।
বৃহষ্পতিবার রাতে ভারি বৃষ্টি হয়। সকালে সোনাগাজী পৌরসভাস্থ মেষ খামার সংলগ্ন ওভারসিয়ার টাওয়ারের সামনে প্রায় ৫০ মিটার সড়কের অংশ, শোল্ডার ও ইট সহ পাশ্ববর্তী খালে ধসে যায়।
স্থানীয়রা বিষয়টি সওজের ফেনী কার্যালয়ে অবহিত করেন।
সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলীর বরাত দিয়ে প্রকৌশলী তানভির আহমেদ বাংলারদর্পনকে বলেন, দ্রুত সময়ের মধ্যেই সংস্কার করা হবে।
সম্পাদনায় # সৈয়দ মনির । বাংলারদর্পন