প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি >>>
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের এক মুক্তিযোদ্ধা পরিবারের পুত্রবধূকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্লেকমেইল করার অভিযোগ উঠেছে চিথলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হানিফ এর বিরুদ্ধে।

ওই নারীর সাথে অসামাজিক কার্যাকলাপের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ১৮ জুন তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি মো ইয়াছিন শরীফ মজুমদার ও সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।

জানা যায় যুবলীগ নেতা হাবিবুর রহমান হানিফ মুক্তিযোদ্ধা পরিবারের প্রবাসীর স্ত্রীর সাথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তুলে এবং ঘনিষ্ট সম্পর্কে জড়িয়ে অসমাজিক কার্যকলাপে লিপ্ত হয়। হানিফ বিভিন্ন সময়ে ওই প্রবাসীর স্ত্রীর সাথে ঘনিষ্ট মুহুত্বের ছবি তুলে রেখে দীর্ঘদিন ধরে ব্লেকমেইল করতে থাকে। এবং এক পর্যায়ে তাকে জিম্মি করে অসমাজিক কার্যকলাপ করতে বাধ্য করে। ওই নারীর স্বামীও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।

হানিফ তার নিজের ফেসবুকে ওই প্রবাসীর স্ত্রীর সাথে ঘনিষ্ট মুহুত্বের আপত্তিকর ছবি আপলোড দেয়। এবং একে একে বিভিন্ন সময়ের ঘনিষ্ট মুহুত্বের ছবি ইন্টারনেটে ছেড়ে প্রকাশ করতে থাকে। বিষয়টি নজরে আসলে পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল নিজ দলীয় কর্মীদের দিয়ে হানিফ কে পরশুরাম থানার পুলিশের কাছে সপোর্ধ করে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে ছেড়ে দেয়।

যুবলীগ নেতা হাবিবুর রহমান হানিফ চিথলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ছিলেন ।

স্ত্রী সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে উপজেলা যুবলীগ জানান।

এর আগে হাবিবুর রহমান হানিফ মাদক সহ জোরারগঞ্জ থানা আটক হন, এছাড়াও মাদক সহ ফুলগাজী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্বে সন্ত্রাস চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছেন।

পরশুরাম উপজেলা যুবলীগ মো ইয়াছিন শরীফ মজুমদার তাকে বহিস্কারের কথা সত্যতা নিশ্চিত করেছেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *