ফেনী প্রতিনিধি :ফেনী সদর উপজেলার অাংশিক ও সোনাগাজী উপজেলার জনসাধারণের ফেনীতে প্রবেশের একমাত্র প্রবেশদ্বার লালপুল। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সহস্রাধিক যান বাহন হাইওয়ে হয়ে যাতায়াত করছে ফেনীতে।
সড়কমন্ত্রীর ঘোষনায় কিছু দিন তিন চাকার যান হাইওয়ে পারাপারে নিষেধাজ্ঞা ছিল। যাত্রী ও চালকদের অান্দোলনে অাবার চালু হয়।
সম্প্রীতি সামাজিক যোগাযোগের মাধ্যমে লালপুলে ফ্লাইওভার স্থাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।