তানভীর আলম :
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলো মোট ২৮ কাউন্সিলর প্রর্থী। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেন। তবে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেন নি।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১৪৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪২ জনসহ ১৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
যাচাই-বাছাইয়ে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ড থেকে ১ জন এবং সাধারণ ওয়ার্ড থেকে ৬ জন সহ মোট ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ২৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ড থেকে ১১৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪০ জনসহ মোট ১৫৭ জন প্রার্থীর বুধবার (১৫ মার্চ) প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মামুনুর রশীদ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেনি।
মঙ্গলবার (১৪ মার্চ) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।