ফেনী প্রতিনিধি :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ সকালে ফেনীর সোনাগাজী উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম ,উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহি অফিসার মো. মিনহাজুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে ওসি মো. হুমায়ুন কবির , মুক্তিযোদ্ধা,বাংলাদেশ অাওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সোনাগাজী সরকারি কলেজ,সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুল,অাল হেলাল একাডেমি, বালিকা উচ্চ বিদ্যালয় , প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পার্ঘ অর্পন শেষে পৌর শহরে শিক্ষা উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অায়োজনে পৃথক পৃথক র্যালী পদক্ষিণ করে।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অায়োজন করা হয়।