ফেনীতে আদালতের এজলাসে পুলিশ কর্মকর্তার মৃত্যু

 

ফেনী প্রতিনিধি ॥

ফেনীর জজ কোর্টের সোনাগাজী আমলী আদালতের এজলাসের দায়িত্বরত অবস্থায় বৃহস্পতিবার সকালে কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) দেলোয়ার হোসেন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা অসুস্থতাবোধ করলে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনী কোর্ট পরিদর্শক নজিবুল ইসলাম জানান, সিএসআই দেলোয়ার হোসেন কোর্টে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায়। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। বিকেলে ফেনীর পুলিশ লাইন মাঠে নিহত পুলিশ কর্মকর্তার জানাযা শেষে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। জানাযায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও তাঁর সহকর্মীরা অংশ নেয়। ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার কোর্টে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *