ফেনী প্রতিনিধি : ফেনী দায়রা জজ আদালতে দৈনিক ইংরেজী দ্যা অবজারবার ও পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলার তদন্ত প্রতিবেদন জমা ও আদালতে গ্রহনপূর্বক ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন উক্ত মামলার বাদী ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
বৃহষ্পতিবার সকালে ফেনী জজ অাদালতে স্বশরীরে হাজির হয়ে তিনি এ অাবেদন করেন।
উল্লেখ্য, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত দৈনিক ইংরেজী পত্রিকা দ্যা অবজারবার এ ফেনীর সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ কয়েকজন সাংসদকে জড়িয়ে “মাদক সম্রাট” শিরোনামে সংবাদ পরিবেশন করে। উক্ত সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির বিরুদ্ধে নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী দায়রা জজ আদালতে মানহানী মামলাটি দায়ের করেন। ওইদিন শুনানী শেষে ডিএসবিকে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল বিজ্ঞ অাদালত।