সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১৫জন কে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার বিশেষ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ চালকদের আটক করা হয়।
জানা যায়- সোনাগাজী মডলে থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এসময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের আটক করা হয়। আটককৃতদের মাঝে সোনাগাজী খাদ্য গুদামের কর্মকর্তা দেবাশীষ দাস সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি রয়েছেন।
পুলিশ জানায়- গত কয়েকমাসে সোনাগাজীতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি ঘটে। শুধু মাত্র আগষ্ট মাসে সোনাগাজীতে ৩জন মোটরসাইকেল চালকের প্রাণহানি ঘটেছে। তার মধ্যে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও রয়েছেন। আর এসব দুর্ঘটনা এড়াতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান।
পুলিশ অারো জানান, অাটককৃতদের শপথ পাঠ ও হেলমেট নিশ্চিত এবং প্রাথমিক সতর্ক করে ছেড়ে দেয়া হয়।