পরশুরামে মেয়র সাজেল চৌধুরী ও কউন্সিলর লিটন’র সহযোগীতায় গাঁজা উদ্ধার

আবদুল মান্নান, পরশুরাম :
পরশুরামে এবার পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ও পৌর এলাকার ৯নং ওয়ার্ড কউন্সিলর আবু শাহাদাত হোসেন চৌধুরী লিটন এর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালাপোল নামক স্থান থেকে কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ৩০এপ্রিল (শুক্রবার) সকালে পৌর মেয়র সাজেল চৌধুরী’র নির্দেশে কমিশনার লিটন চৌধুরী’র উপস্থিতিতে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা উদ্বার করা হয়।
এসময় পৌর কউন্সিলর লিটন চৌধুরীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

কাউন্সলর লিটন চৌধুরী জানান, মাদক কারবারি ভারত থেকে গাঁজা পাচার করে ছাগলনাইয়া নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালাপোল নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা আটক করি। এবং আটককৃত গাঁজা পরশুরাম মডেল থানা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *