এইচ এম সাইফুল্লাহ্, ময়মনসিংহ প্রতিনিধিঃ চলমান চ্যাম্পিয়ন ট্রপিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করায় নান্দাইলের সিংদই এলাকায় আনন্দ মিছিল অনুষ্টিত হয়।
জয়ের পর পরেই রাত ১২:৩০ মিনিটের পর সিংদই কাঙ্গু সরকার বাজারে এ আনন্দ মিছিল হয়। স্টুডেন্ট অর্জানাইজেশনে এলাকার ক্রিকেট প্রেমিরা খেলা উপভূগ করছিলো। টান টান উত্তেজনার এ ম্যাচটি রাক জেগেই সবাই উপভগ করে। জয়ের সাথে সাথেই তারা দল বেধে আনন্দ মিছিলে নেমে পরে রাস্তায়।
এতে সুজন, মনসুর, মোস্তকিম, ইলিয়াস, নাঈম, তরিকুল, সহ আরো অনেকেই অংশগ্রহন করেন। সুজন বাংলার জয়কে স্বাগতম জানিয়ে বলেন,এ জয় কখনো ভুলবার নয়। এক ঐতিহাসিক বিজয়।
মোস্তাকিম জানায়, চার উইকেট চলে গেলেও আমার বিশ্বাস ছিলো যে টাইগাররা জিতবে। তাই হলো , এতে আমরা সবাই অনেক খুশি। পরে সবাই টাইগারদের সেমি ফাইনাল খেলার আশা প্রকাশ করে।