মদন (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার মদন উজেলার একটি গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দেলোয়ার হোসেন দিলু (৪০) নামের এক ব্যবসায়ী।
শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গ্রামবাসী ও পরিবারসূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মৃত আলতু মিয়ার ছেলে আল আমিনের সাথে দীর্ঘ এক বছর পূর্বে জমিতে ধান কাটা নিয়ে একই গ্রামের দেলোয়ারের পরিবারের সাথে ঝগড়া হয়।
এরই জের ধরে শুক্রবার নিহত দেলোয়ার হোসেন পুকুরে গরু গোসল করাতে গেলে আল আমিন ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় দেলোয়ারের চাচা আব্দুল মন্নাফসহ পথচারীরা তাকে মদন হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ অভিযান চালিয়ে বেলা সাড়ে চারটার দিয়ে অভিযুক্ত আল আমিনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানান, পূর্ব শত্রæতার জের ধরে দেলোয়ার হোসেন নিহত হয়েছে। অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।