ময়মনসিংহ প্রতিনিধিঃ নান্দাইলে পৌরসদরে একটি মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে পিতার রেখে যাওয়া ভিটা বাড়ি থেকে উচ্ছেধের প্রতিবাদে মঙ্গলবার ২৬সেপ্টেম্বর সকাল ১১নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে পঠিত বক্তব্যে দেন, পৌর সদরের চারঅানি পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত অাব্দুল মজিদের কন্যা নাদিরা বেগম।নাদিরা তার লিখিত বক্তব্য জানান,কয়েক বছর হয় অামার পিতা বীর মুক্তিযোদ্ধা অাব্দুল মজিদ মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি অামাদের জন্য কিছু ভুমি রেখে যান। তিনি অারো উল্লেখ করেন বাবার রেখে যাওয়া ভুমির প্রতি লোলুপ দৃষ্টি পরে অামারেই চাচাত ভাই একই গ্রামের মৃত জবান ভেন্ডারের দুই পুত্র অহিদ ও অাহেদ সরকারের।অামাদের একমাত্র মাথা গুজার টাই জমিটুকু ফেরত দিতে তাদের পীছনে ঘুরে অাসছি কিন্তু উল্লেখিত ব্যক্তিগণ জায়গা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করলে।অামরা স্থানীয় সালিস দরবারিদের স্মরণাপন্ন হলে,এলাকায় এবিষয়ে ৫/৬সালিস দরবার অনুষ্টিত হয়।কিন্তু অহিদ ও অাহেদ সরকার সালিস দরবার না মেনে উল্টো অামরা মুক্তিযোদ্ধা সন্তানসহ সালিস দরবারিদের বিরুদ্ধে ময়মনসিংহ দ্র্তবিচার অাদালতে কয়েকটি মিথ্যা মামলা রুজু করে হয়রানিকরে অাসছে।
মিথ্যা মামলার জের হিসাবে এলাকাবাসী মামলাবাজ অহিদ অাহেদকে সমাজচ্যূত করে। ওহিদ সরকার লোকমূখে বলাবলি করে অাসছে ২০ লাখ টাকা ব্যাংকে জমা রাখছে অামাদেরকে শায়েস্তা করতে।অামাদের বিরুদ্ধে অারো মিথ্যা মামলা রুজু করে এলাকা থেকে দেশান্তর করবে।সংবাদ সম্মেলনে অারো জানানো হয়,অহিদ সরকার এলাকার অারো নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকাছাড়া করেছে।তার অত্যাচারে অামার দুই চাচা মুক্তিযোদ্ধা দয়াল নুরুল ইসলাম ও হাসিম উদ্দীন হার্টএটাক করে মৃত্যু বরন করে।ওদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একাধিক অপরাধ মামলা রয়েছে।
মুক্তিযোদ্ধার সন্তান নাদিরা বলেন সরকার মুক্তিযোদ্ধাদের বাসস্থান করে দিচ্ছি অথচ অামরা অামাদের জায়গায় ঘর নির্মান করতে পারছি না।মুক্তিযোদ্ধার সন্তানরা শান্তিতে এলাকায় বসবাস করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অসহায় মুক্তিযোদ্ধা সন্তানদের ন্যায় বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন,নান্দাইল মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের কমান্ডার মাজহারুল ইসলাম ফকির,শ্রমিকলীগনেতা একেএম গোলাম মোস্তফা,জনি। এবং কর্মরত ১৭জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।