ফেনী প্রতিনিধি : ২৬ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার ১৮:০০।
সোনাগাজীতে ঔষধ ফার্মেসীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মিনহাজুর রহমান পৌর শহরের বিভিন্ন ফার্মেসীতে অভিযানের নেতৃত্ব দেন ।
অভিযানকালে মেয়াদোত্তীর্ন, অপরিস্কার ও অনুমোদনহীন ঔষধ ফার্মেসীতে রাখায় সোনাগাজী মডেল থানা সংলগ্ন সাহা মেডিকেল হলকে ৫০ হাজার, জিরো পয়েন্ট সংলগ্ন মা মনি মেডিকেল হলকে ২৫ হাজার, দিবা মেডিকেল হলকে ১০হাজার, মা মেডিকেল হলকে ৫ হাজার, কাঁচা বাজার সংলগ্ন জয়কালী ফার্মেসিকে ৫হাজার, সুনিগাজী রোডস্থ সোনালী ফার্মেসিকে ২হাজার ও হক ফার্মেসিকে ৫শ’ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে জব্দ হওয়া প্রায় ৫০ হাজার টাকার ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান কালে জেলা ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার সালমা সিদ্দিকী উপস্থিত ছিলেন।