মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহে খাবারে রাসায়নিক রং ব্যবহার ও ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৯.১১.২০১৭ ইং বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান চালান।
জানান যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় রাসায়নিক রং মেশানোর অপরাশে গোয়ালপাড়া বাজারের মায়ের দোয়া বেকারিতে ৮ হাজার টাকা ও মধুপুর বাজারের জামান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ইনজেকশন রাখার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল হাশেম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।