ফেনী প্রতিনিধি : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যুব সংগঠন যুব ক্যাবের ফেনী জেলা কমিটি ঘোষনা করেছে ফেনী জেলা ক্যাব।
বুধবার বিকালে ক্যাবের কর্মশালায় অানুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষনা করেন জেলা ক্যাবের সভাপতি অ্যাড. অাক্রামুজ্জামান। এ সময় মইনুল হোসেন জ্যাকসন কে সভাপতি, নন্দ লাল মজুমদার, সঞ্জয় কুমার দাস, নজরুল ইসলাম, প্রদীপ কান্তি ভৌমিক সহ-সভাপতি,
মোতাহের হোসেন মিঠু সাধারন সম্পাদক, মিজানুর রহমান রাসেল, আলাউদ্দিন আকাশ, আবদুল হালিম যুগ্ন সাধারন সম্পাদক, লিয়াকত হোসেন মজুমদার সহ সাধারন সম্পাদক, আহমেদুল হক খোকন সাংগঠনিক সম্পাদক, অাবদুল্লাহ সালাউদ্দিন প্রচার সম্পাদক, রকিবুল আলম দপ্তর সম্পাদক , কামরুল ইসলাম অর্থ সম্পাদক, এবং নুরুল অালমকে ১নং সদস্য করে ৪৫ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়