ফেনী প্রতিনিধি : কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফেনী জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকালে সেলিম অালদ্বীন মিলনায়তনে ভোক্তা অধিকার বিষয়ক কর্মশালা ও ইফতার চক্র অনুৃষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা সভাপতি অ্যাড. অাক্রামুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর অালম নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকে এনামুল হক।
তিনি বলেন, অামরা সকলেই ভোক্তা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভোক্তার অধিকার নিশ্চিত হতে পারে। অামরা উচ্চ দরে পন্য কিনতে চাইনা, বিষ মিশানো খাবার কিনতে চাইনা, পঁচা ও বাসি খাবার কিনতে চাইনা।
অারো বক্তব্য রাখেন, ফেনী জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা, এ্যাড. পার্থ পাল বড়ুয়া প্রমুখ।
এসময় ফেনী প্রেসক্লাবের একাংশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন অাত্তার, অপর অংশের সভাপতি রবিউল হক রবি, জেলা অাইনজীবি সমিতির নেতৃবৃন্দ, ক্যাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করে ক্যাব।