ফুলগাজী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক

 

জহিরুল ইসলাম জাহাঙ্গীর :  ৮ জুন বৃহষ্পতিবার সকালে ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সন্মেলন কক্ষে  আইন – শৃঙ্খলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমার পরিচালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম ‘র  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় , বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী থানা অফিসার ইনচার্জ এম এম মোর্শেদ পি পি এম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বনিক, মহিলা ভাইস চেয়ারম্যান মন্জুরা আজিজ, সহকারি ভুমি কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীরহোসেন মীরু, উপজেলা আ – লীগ সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের। এছারা উপজেলার সকল সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দের অংশগ্রহনে বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *