চেয়ারম্যান আরিফের সাথে সিআইপি আলহাজ্ব শামসুল আজিম আনসারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

 

১০ নং পূর্বগুজরা ইউনিয়নের আয়েশা বিবির বাড়ীর কৃতি সন্তান আলহাজ্ব সামশুল আজিম আনছার সিআইপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ। আয়েশা বিবির বাড়ীস্থ আলহাজ্ব সামশুল আজিম আনছারের বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাউজান রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির এএসআই মোর্শেদ, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া, ১০ নং পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাউজান উপজেলা যুবলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম, রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, ইউপি সদস্য  জমির উদ্দিন বাবুল, দৈনিক আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, ইউপি সদস্য আবদুল সালাম,ফুটন বড়ুয়া, মহিলা ইউপি সদস্যা শাহানাজ, মোঃ ফোরকান প্রমুখ। উল্লেখ্য রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আয়েশা বিবির বাড়ির সন্তান আলহাজ্ব শামসুল আজিম আনসার দেশের অর্থনীতিতে অবদানের জন্য বাংলাদেশ সরকারের সিআইপি নির্বাচিত হন। ওমান প্রবাসী আলহাজ মোহাম্মদ শামশুল আজিম (আনসার ) চট্টগ্রাম সমিতি ওমান এর নির্বাহী সদস্য । এছাড়াও রাউজানের স্বনামধন্য সামাজিক সংগঠন আয়েশা বিবির বাড়ীর সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *