শহর প্রতিনিধি:
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ২০’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সম্পাদক জাফর সেলিম, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহ্জাহান সাজু জানান, ১০ ডিসেম্বর মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন প্রার্থী নির্বাচিত হন। এরা হচ্ছেন- সভাপতি পদে এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক নির্ভীক পত্রিকার সম্পাদক জাফর সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুক ও কোষাধ্যক্ষ পদে দৈনিক সময়ের আলো’র ফেনী প্রতিনিধি, দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও ফেনীর কথা ডটকমের সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী।
গতকাল রাতে সদস্যদের ভোটাভোটিতে সহ-সভাপতি পদে সাপ্তাহিক মসিমেলার সম্পাদক এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুলহক পাটোয়ারী পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম পেয়েছেন ৬ ভোট। কার্য নির্বাহী সদস্য পদে দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার ১৬ ভোট, দৈনিক ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন ১১ ভোট, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ১০ ভোট, নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক ১০ ভোট, ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খাঁন ১০ ভোট ও ৭১ টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহ্জালাল রতন, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল ও বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী প্রতিনিধি আরিফুল আমিন রিজভী ৬ ভোট পেয়ে কার্য নির্বাহী সদস্য পদে পরাজিত হন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনটি সুন্দর, সুস্থ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা গণেশ চন্দ্র ভৌমিক ও তৌহিদুল ইসলাম তুহিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহ্জাহান সাজু জানান, ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ১৮ ভোটারের মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন। কার্য নির্বাহী সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৬জন নির্বাচিত হন। এছাড়াও অপরাপর পদে ২ জনের অধিক প্রার্থী ছিলো না। এর আগে সভাপতি সহ ৩জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।