ফিরলোনা আর ঘরে
– শহীদুল ইসলাম মামুন
স্বদেশ ভূমি মুক্ত করার
দীপ্ত শপথ নিয়ে
অস্ত্র হাতে নামলো আবছার
ফিরলো না আর ঘরে?
বীর সন্তান নুরুল আবছার
এই দেশেরই তরে
পাক সেনাদের দাওয়া করলো
রইলোনা বসে ঘরে।।
বুক পেতে দেয় দেশের তরে
হাতে নিয়ে গুলি
শত্রুর রক্তে লাল করে দেয়
বাংলা মাটির ধূলি।
নেই হতাশা নেই নিরাশা
বীর বিক্রমে লড়ে
স্বাধীনতা নিয়েই আফছার
ফিরবে তবে ঘরে।।
তাইতো আবছার প্রাণটা দিলো
রক্ত সবুজ ঘাসে
লাল সবুজের নিশান পেলাম
এই মুক্তিযোদ্ধার অবদানে।।
সালাম জানাই বীর যোদ্ধাকে
জানাই আরও শ্রদ্ধা
বিচার চাই হত্যাকারীর
দেখালো যে স্পর্ধা।।