ফেনীতে দুই দিনব্যাপী বাংলাদেশ- ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক :

 

ফেনীতে ২,  ৩ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে জেলা নজরুল একাডেমীর আয়োজনে ফেনী শিল্পকলা একাডেমীতে।

উক্ত সন্মেলনের  শনিবার সন্ধ্যায় সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমীতে সংগীতের আসর বসে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুই দিনের সংগীতানুষ্ঠানে ভারতের ১৬ জন ও বাংলাদেশের ৮জন খ্যাতিমান শিল্পীদের নজরুল সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতাকে বিমোহিত করে।

সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক দেবময় দেওয়ান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন দুই বাংলার সংস্কৃতি বিকাশে ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দৃঢ় ভূমিকা রাখবে বলে  তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী দিন নজরুল একাডেমী ফেনী শাখার সভাপতি ফখরুদ্দীন আলী আহম্মদ তিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলম মজুমদার, নজরুল একাডেমী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্টু রহমান ও কোলকাতার অগ্নিবীণা সংস্থার পরিচালক রবীন্দ্র মুখার্জি।

সমাপনী দিনে দুই বাংলার শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন অনুসূয়া মুখোপাধ্যায়, সুসীমা দাশ, লিটন কুমার ধর, সুকন্যা কর্মকার, সুজিত লায়েক, দেবশ্রী মুখোপাধ্যায়, পৌষালী রায়, নরেন্দ্র নাথ সরকার, শংকর কুমার মন্ডল, সুমনা লায়েক, দীপা দাশ, রুমনা মাইতি, শুভেন্দু দাশ, লিটন কুমার ধর, শৈবাল দাশ,সংলাপ চন্দ্র শীল, পিনুস্রী বণিকও প্রিয়াংকা লাহা।

ভাষার মাসে শহীদদের স্মরণ করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এ গানটির মধ্যে দিয়ে সংগীতানুষ্ঠান শেষ হয়।

শেষে ভারতীয় শিল্পীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী সোহরাব হোসেন স্মরণে আয়োজিত সম্মেলনটি দুই বাংলায় নজরুল সংগীত চর্চা ও বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংগীতানুষ্ঠানে নজরুল সংগীত ছাড়াও হারানো দিনের বাংলা, আধুনিক ও দেশাত্মবোধক গান পরিবেশন করে শিল্পীরা।এছাড়া নজরুলের গান নিয়ে নৃত্যও পরিবেশন করা হয়।

উল্লেখ যে,সম্মেলনের ১ম দিনে গত শুক্রবার বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের ফেনী শাখার  সহ-সভাপতি, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ  মহীউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

নির্বাহী সদস্য এডভোকেট সাইফ উদ্দিন শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।

উদ্বোধনের পরপরই জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।এরপর ফেনী শাখার শিল্পীরা সমবেত সুরে নজরুলের ‘একি অপরুপ রুপে মা তোমার’ গানটি পরিবেশন করে।

সম্মেলনে কোলকাতা অগ্নিবীণার শিল্পী অনসূয়া মুখোপাধ্যায় চির কল্যাণ….গানটি গেয়ে শোনান এরপর রুমঝুম নুপুর বাজে…..গানটি দিয়ে সংগীত পরিবেশনা শেষ করেন।

তারপর মঞ্চে আসেন শিল্পী সুজিত লায়েক, গেয়ে শোনান জাগো শাখী দিল হে বাহী..ও আমার খোকার বাঁশী…নামে দুটি গান।

শিল্পী সুসীমা দাস মজুমদার অঞ্জলি লহো মোর…গানটি গেয়ে শোনান। এরপর একে একে শিল্পী সুকন্যা  কর্মকার- খোলো খোলো খোলো দুয়ার, শংকর কুমার মন্ডল-নিশি ভোর হলো জাগিয়া, পৌষালী রায়-জাগো কৃষ্ণকলি, দীপা দাস-পালিয়ে যাবে গো.. দ্বার খুঁলে আর রাখবো না, দেবশ্রী মুখোপাধ্যায়-বাজো বাজো বাঁশরী বাজো, রাজশ্রী ভট্টাচার্য – উচাটন মন ঘরে রয়না গানগুলো গেয়ে শোনান।

দুই দিনব্যাপী সম্মেলনে সার্বিক সহযোগীতায় ছিলেন নজরুল একাডেমী ফেনী শাখার সহ-সভাপতি কবি মনজুর তাজিম,  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বুলবুল,সোনাগাজী শাখার সভাপতি  নুরুল আমিন পলাশ,পরশুরাম শাখার সভাপতি ইউসুফ বকুল,দাগনভূঁইয়া শাখার সভাপতি ওসমান গণি,ছাগলনাইয়া শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম,সদস্য রাশেদুন্নবী চৌধুরী রাজীব,দিদার মজুমদার,নৃত্য পরিচালক সালাউদ্দিন স্বাধীন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ইকবাল চৌধুরী,বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব এডিটর তানভীর আলাদিন,সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ,সুজন জেলা সম্পাদক এডভোকেট লক্ষণ বণিক,মোঃ শাহ আলম,হুমায়ুন মজুমদার,আবতাবুর রহমান কুমার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *