ফেনীতে  মাংস দোকানে প্রতারণা ও অধিক মূল্য রাখায় তিন প্রতিষ্ঠানের অর্থদন্ড

 

ফেনী  প্রতিনিধি||

ফেনীর বড় বাজারের মাংস বাজারের একটি দোকানের নাম আল্লাহর দান খাসির মাংস। সেখানে বুধবার সকালে ক্রেতা সেজে চাওয়া হল খাসির মাংস। দোকানে ঝুলছে পাঁঠার মাংসের দাম ৫৫০ ও খাসির মাংসের দাম ৬৫০ টাকা। দোকানি বললেন, খাসির মাংস ৫৮০ টাকায় দিচ্ছি নেন। কিন্তু মূলত সেটি ছিল পাঠার মাংস।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল খাবারবিরোধী অভিযানে বেরিয়ে আসে এই চিত্র। এ সময় খাসি বলে পাঠার মাংস বিক্রির দায়ে আল্লাহর দানে মাংস বিতানের মালিক ফখরুল ইসলামকে ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত। একই সময় একজন গরুর মাংসের বিক্রেতা

৫০০ টাকার গরুর মাংস ৫৭০ টাকায় বিক্রি করায় ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হন।

এ সময় কাচা বাজারে দেখা যায় নৈরাজ্য। একজন তরকারি ব্যবসায়ীকে মূল্য তালিকা না টানানোর দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। এ সময় সকল ব্যবসায়ীকে ডেকে মূল্য তালিকা ও রশিদ অনুযায়ী সহনীয় মুনাফায় পণ্য বিক্রির নির্দেশনা দেন সোহেল রানা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণে মাঠে রয়েছে জেলা প্রশাসন। এ ধরণের অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।

এ সময়য় জেলা মার্কেটিং কর্মকর্তা, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *