“মধ্যবর্তী “

“মধ্যবর্তী”
– রিটন মোস্তফা
যেখানে তোমার অস্তিত্ব নেই
সেখানে আমি আমাকে পাইনি
যাকে পেয়েছি, সে অন্য কেউ
অন্য কোন দিকভ্রান্ত পথিক মাত্র।
বহুদিন হলো মানুষের ভীরে
মানুষ গুলোকে শকুন মনে হয়
সেখানে নিজের ছায়াটাই আশ্চর্য
আমার ছায়াতে স্পষ্ট ভাল্লুক চিত্র।
মরুতে মরুদ্যান নয়, জীবনের স্তরে
একটা ছোট খাট বাগান হলেই দুর্দান্ত
অথচ, এখানে নদী আছে জল নেই
কঙ্কালের মত মনে হয় প্রতিটি যুগল।
জীবন বিপন্ন যখন তোমাতে
তখন পৃথিবীটা তুচ্ছ মৃত্তিকা ।
নিঃশ্বাস যেন বিষাক্ত বাতাস
যন্ত্রণা তখন শুধুই এই বেঁচে থাকা।
« পর্যটন স্পট বারেকের টিলায় ভারতীয় গবাদি পশুর চালান আটক (Previous News)
Related News

ফিরে যাই হিন্দোলা”
ফিরে যাই হিন্দোলা” – রিটন মোস্তফা কিছুটা সুখ স্পষ্ট হয়ে থেকে গেছে বুক ছুঁয়ে কষ্টরাRead More