বাংলার দর্পন ডটকম >>> ঢাকাস্থ ফেনীবাসী, তেজগাঁও কলেজ ছাত্রলীগ, সোনাগাজী উন্নয়ন ফোরাম ও বাংলার দর্পন পাঠক ফোরামের পক্ষ থেকে সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এবং ফেনী জেলা মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
তেজগাঁও কলেজ ছাত্রলীগ নেতা তানভির অালম এর সভাপতিত্বে এবং ওমর সুলতান হৃদয়ের উপস্থাপনায় সোমবার সন্ধায় ফার্মগেট কাসুন্দি চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দ মনির আহমদ, সুন্দর অনুৃষ্ঠান অায়োজনের জন্য সকল সংগঠন, সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এসময় অারো বক্তব্য রাখেন, মহানগরের ৯৯ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাব্বী,তেজগাঁও কলেজ ছাত্রলীগ নেতা সাকিল,শাওন সহ তেজগাঁও কলেজের বিভিন্ন বর্ষের সভাপতি সম্পাদকবৃন্দ।