নিজস্ব প্রতিনিধি :
ফেনী-২ এর সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এমপি র ভাগ্নে জহির উদ্দিন মজুমদার। শনিবার সন্ধ্যায় ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
লিখিত বক্তব্যে জহির উদ্দিন মজুমদার জানান, ১৯৯৫ সালে তিনি আমার মা কে ফুসলিয়ে সদর উপজেলার ফলেশ্বর এলাকার ১৩৩.২৫ শতাংশ সম্পত্তি নাদাবি করে রেজিট্রি করিয়ে নেয়। কিন্তু অদ্যবধি সম্পত্তি ফেরত দেয় নাই।
অপর দিকে ফেনী-২ এর সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি উক্ত অভিযোগ ডাহা মিথ্যা, ভিত্তিহীন, উদেশ্য প্রণোদিত ও অমূলক বলে জানান। তিনি বলেন, নির্বাচনের আগ মুহুর্ত্বে এটি আমার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র ।