কুমিল্লায় আলোচিত ডাকাতির মালামাল উদ্ধার : গ্রেফতার ৫

 

এম,তানভীর আলম :

 

গত-১২/৩/১৭খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ১২.৪৫ ঘটিকার সময় ২০/২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল একটি ইঞ্জিন চালিত স্পিড বোট যোগে মেঘনা থানাধীন, রামপুর বাজারের দক্ষিণ পশ্চিম কোনে লঞ্চ ঘাটে আসিয়া বর্ণিত বাজারে প্রবেশ করতঃ নাইট গার্ড, লঞ্চের সুকানী (চালক) ও চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া লোকজনদেরকে বাজারে সানাউল্লাহ মাষ্টারের সারের দোকানের শার্টারের তালা ভাঙ্গিয়া তথায় তাহাদেরকে অস্ত্রের মুখে আটক করিয়া তাহাদেরকে মারপিট করতঃ ভয়ভীতি প্রদর্শন পূর্বক তাহাদের নিকট হইতে নগদ টাকা, হীরার আংটি ও মোবাইল ফোন লুণ্ঠন করিয়া নিয়া তাহাদেরকে কতেক ডাকাত উক্ত দোকানে জিম্মি করিয়া রাখিয়া বাদীর নিজ মামা-ভাগিনা স্বর্ণ শিল্পালয় দোকান, রাজলক্ষী স্বর্ণ শিল্পালয় দোকান, অন্তু স্বর্ণ শিল্পালয় দোকান, স্বপ্না স্বর্ণ শিল্পালয় দোকান, রেখা স্বর্ণ শিল্পালয় দোকান এবং পাপড়ী অলংকার নিকেতন দোকানের শার্টারের তালা ভাঙ্গিয়া বর্ণিত দোকান গুলির ভিতর প্রবেশ করিয়া দোকানে থাকা সিন্ধুকের তালা ভাঙ্গিয়া ও নষ্ট করিয়া বিভিন্ন স্বর্ণালংকার, রৌপ্য অলংকার ও নগদ টাকা সহ সর্ব মোট অনুমান- ২২,৫১,০০০/-টাকার মালামাল লুন্ঠন করার ঘটনার মেঘনা থানার মামলা নং-০৩, তাং-১৩/০৩/১৭ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ মামলা রুজু হয়। মামলাটি ডিবি, কুমিল্লায় হস্থান্তর করা হইলে,তদন্তকারী অফিসার এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম, সহ এসআই মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সনিয়া পুলিশী অভিযান পরিচালনা করিয়া ঘটনাকারী আসামী (১) বিদু দাস (২৫), পিতা- হেমাচন্দ্র দাস, সাং-মাথাভাঙ্গা (হিন্দু বাড়ী), থানা-হোমনা, জেলা-কুমিল্লা, (২) ভুজি @ প্রদীপ (২৩), পিতা- অনিল দাস, সাং-সোনারচর খাগান্দা (বড় বাড়ী), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, (৩) সুমন চন্দ্র দাস (২০), পিতা- মৃত শুকুমার চন্দ্র দাস, সাং-সোনারচর খাগান্দা, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, (৪) চন্দন দাস (২০), পিতা- শ্যামা চন্দ্র দাস, সাং-সোনারচর খাগান্দা (দাস বাড়ী), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, (৫) মোঃ বাবুল @ সেলিম (২৭), পিতা- আঃ করিম, সাং-ধলা, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, বর্তমার্নে শ^শুর আঃ মান্নান, সাং-রামপুর, থানা-মেঘনা, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করেন এবং লুন্ঠিত মালামালের মধ্য গ্রেফতারকৃত আসামী ভুজি @ প্রদীপ এর দখল ও হেফাজত হইতে হইতে রূপার ০২টি আংকি, ০১টি বেসলাইট, ০১টি চেইন ও বিদু দাস এর দখল ও হেফাজত হইতে ০২টি চেইন উদ্ধার করিয়া জব্দ করা হয়। আসামী ভুজি @ প্রদীপ এবং বিদু দাস ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাহারা স্বেচ্ছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৩ এ বিচারক কাজী আরাফাত উদ্দিন এর নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করিয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *