সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে রোববার সন্ধায় মাদকাসক্ত ছেলে মো. রুবেল (৩২)কে পুলিশে সোপর্দ করেছে তার মা শাহানা খাতুন। সে বাদুরিয়া গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে।
শাহানা খাতুন জানান, রুবেল নিয়মিত নেশার টাকার জন্য ঘরে ভাংচু্র করে, এবং পরিবারের সদস্যদের নির্যাতন করে। অাজ বিকালে একই কায়দায় নেশার জন্য টাকা দাবী করে, না পেয়ে তাকে নির্যাতন করে। প্রতিবেশিরা টের পেয়ে তাকে অাটক করে পুলিশে সোপর্দ করে। মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অাইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।