প্রশান্ত সুভাষ চন্দ >>
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে কিশোরী ধর্ষনের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরী নিজেই। আজ রবিবার সকালে কিশোরী(১৯) থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গত ১০ জুলাই সোমবার রাত আনুমানিক ১২টার সময় উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন মামুন(২৬) অভিযোগ দায়েরকারী কিশোরীর(১৯) ঘরে ঢুকে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। কিশোরী বিষয়টি তার মাকে জানালে তিনি পরেরদিন সকালে ওয়ার্ড কমিশনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান।
তারা ধর্ষককে ধরে এনে সামাজিকভাবে বিষয়টি মিমাংসার জন্য মেয়েকে বিবাহ করতে বলে। কিন্তু যুবদল নেতা মামুন তার পরিবারের সাথে আলাপ করার কথা বলে চলে যায়। আজ পর্যন্ত সে পলাতক রয়েছে।
উপায়ন্ত না দেখে কিশোরী(১৯) নিজেই বাদী হয়ে যুবদল নেতা মো: ইমরান হোসেন মামুনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উল্লেখ্য মো: ইমরান হোসেন মামুন বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: ফজলে রাব্বি জানান, কিশোরী ধর্ষণের অভিযোগ এনে যুবদল নেতা মামুনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহনের প্রক্রিয়া চলছে।